ইউরোপের বেশ কয়েকটি দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। করোনার নতুন সংক্রমণ ঠেকাতে ইউরোপের বিভিন্ন শহর ও এলাকায় মাস্ক বাধ্যতামূলক করাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে।
জার্মানির কর্মকর্তারা জানান, গত বুধবার ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। গত তিন মাসের মধ্যে এদিনই সবচেয়ে বেশি রোগীর সন্ধান মিলেছে দেশটিতে।
জানা যায়, একই দিন আড়াই হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে। এছাড়া পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্পেনে মঙ্গলবার নতুন ১ হাজার ৪১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বেলজিয়ামের কর্মকর্তারা জানান, গত সপ্তাহে প্রতিদিন প্রতি ১০ লাখ বাসিন্দা অনুপাতে ৫০ জন নতুন রোগী শনাক্ত হওয়ার পর রাজধানীর সব উন্মুক্ত স্থানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। বাসিন্দারা এ নির্দেশনা মানছে কি না, তা দেখতে পুলিশের টহলও বাড়ানো হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, বেলজিয়ামে এখন পর্যন্ত ৭৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণঘাতী ভাইরাসে দেশটিতে মৃত্যুও ৯ হাজার ৮০০ ছাড়িয়েছে।
আনন্দবাজার/টি এস পি