ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : ধূমপানে নিষেধাজ্ঞা জারি করেছে স্পেন

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি ধূমপানও নিষিদ্ধ করেছে স্পেনের দুটি অঞ্চল। স্পেনের উত্তর-পশ্চিমের গ্যালিসিয়া ও ক্যানারি আইল্যান্ডে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্পেনের জনপ্রিয় পর্যটন এলাকা ক্যানারি আইল্যান্ড ঘোষণা দিয়েছে, মানুষ যখন একে অন্যের থেকে ২ মিটার (সাড়ে ছয় ফুট) দূরত্ব বজায় রাখতে পারবে না তখন ধূমপান নিষিদ্ধ থাকবে। জনসমাগম হয় এমন জায়গা,রেঁস্তোরা,বারে ধূমপান করা যাবে না। এছাড়া কর্তৃপক্ষ প্রকাশ্যে সব সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে এবং দশ জনের বেশি সমাগম ও নাইটক্লাবে উপস্থিতির সংখ্যা সীমিত করা হয়েছে।
এর আগে গত বুধবার গ্যালিসিয়াতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। ফলে এই নিষেধাজ্ঞা জারি থাকবে সড়কে কিংবা আশেপাশে মানুষ থাকলে।
গতকাল বৃহস্পতিবার ক্যানারিতে ৯৯ জন ও গ্যালিসিয়াতে ১০৭ জন নতুন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে নতুন শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩৫ জনে। এবং এখন পর্যন্ত স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৩৩৪ জন।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন