ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মুরগির দেহেও মিলেছে করোনা!

ব্রাজিল থেকে চীনে আমদানি করা ফ্রেজেন মুরগির পাখনার নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরের কর্তৃপক্ষ এক নোটিশে এ তথ্য নিশ্চত করা হয়েছে। খবর: এনডিটিভির।

স্থানীয় ডিজিজ কন্ট্রোল সেন্টার জানায়, রুটিন চেকের অংশ হিসেবে মুরগির পাখনার প্যাকেটের সারফেসের নমুনা সংগ্রহ করা হয়। গত জুনে বেইজিংয়ের জিনফাদি সিফুড মার্কেট থেকে করোনাভাইরাস ছড়ানোর পর থেকেই আমদানি করা মাংস এবং সিফুডের ওপর এ ধরনের পরীক্ষা করা হয়।

নোটিশে বলা হয়, শেনঝেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ খাদ্য পণ্যের সংস্পর্শে আসা সবাইকে পরীক্ষা করেছে। এমনকি যেখানে ওই প্যাকেটজাত খাদ্য জমা করে রাখা হয়েছিল সেখানকার খাদ্য পণ্যও টেস্ট করা হয়েছে। তবে সব খাদ্য পণ্যের ফলাফল নেগেটিভ এসেছে বলে ওই নোটিশে বলা হয়েছে।

শেনঝেন এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সদরদপ্তর জানিয়েছে, আমদানিকৃত মাংস ও সিফুড নিয়ে মানুষজনকে সতর্ক থাকতে হবে। এছাড়াও সংক্রমণ হওয়ার ঝুঁকি কমাতে সকল ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।

আন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন