ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অশুভ স্বার্থে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন সরকার নিজের অশুভ স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে এবং এসব সন্ত্রাসীদেরকে নির্বিঘ্নে তাদের তৎপরতা চালানোর সুযোগ করে দেয়ার জন্য সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। 

গতকাল বুধবার (১২ আগস্ট) সিরিয়ার নবনির্বাচিত পার্লামেন্টের উদ্বোধনি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট বাশার একথা বলেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের প্রয়োজন যাদের শীর্ষে আছে দায়েশ (আইএস)।

২০১৪ সালে বিশ্বের উত্থান হয়েছে ইতিহাসের সবচেয়ে বর্বর সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের। ওই বছর তারা সিরিয়া ও তার প্রতিবেশী দেশ ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দায়েশকে লেলিয়ে দিয়েছিল বলে দাবি করেন সিরিয়ার প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট আসাদ তার ভাষণে বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র দামেস্কের ওপর যে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে তার উদ্দেশ্য সন্ত্রাসীদের সমর্থন রয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন