ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রি-অর্ডার শুরু স্যামসাংয়ের গ্যালাক্সি নোট-২০ আল্ট্রা ফাইভজির

সদ্য উম্মোচিত স্যামসাংয়ের পাওয়ার ফোন গ্যালাক্সি নোট-২০ এবং গ্যালাক্সি নোট-২০ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু হয়েছে। আকর্ষণীয় ইএমআই সুবিধা এবং ক্যাশব্যাক অফারে এ প্রি-অর্ডার অফার চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

৬.৭ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ ও ৬.৯ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ফোন দুটি এখন পর্যন্ত স্যামসাংয়ের নোট সিরিজের ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। গ্যালাক্সি নোট-২০ ও গ্যালাক্সি নোট-২০ আল্ট্রা ফাইভজি ডিভাইস দুটির মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯৯ হাজার ৯৯৯ টাকা এবং এক লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি নোট-২০ ডিভাইসে আছে ৮ জিবি র‌্যাম এবং ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অপ্দিরকে গ্যালাক্সি নোট-২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে আছে ১২ জিবি র‌্যাম ও ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই দুটি ডিভাইসেই আছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং ৯ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা।

গ্যালাক্সি নোট-২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে ব্যবহারকারীরা ‘লিংক টু উইন্ডোজ’ এবং ‘স্যামসাং ডেক্স’-এর মতো ফিচারগুলো সহজেই ব্যবহার করতে পারবে। গ্যালাক্সি নোট২০ ডিভাইসটি দুটি রঙে পাওয়া যাবে Ñমিস্টিক গ্রিন এবং মিস্টিক গ্রে। অন্যদিকে গ্যালাক্সি নোট-২০ আল্ট্রা ফাইভজি পাওয়া যাবে মিস্টিক ব্রোঞ্জ ও মিস্টিক ব্ল্যাক এ দুটি রঙে।

গ্যালাক্সি নোট-২০ এর প্রি-অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এবং নোট-২০ আল্ট্রা ফাইভজি প্রি-অর্ডারের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন কিংবা বিনা মূল্যে একজোড়া গ্যালাক্সি বাডস লাইভ পাবেন।

এ ছাড়াও ডেলিভারির সময় বাকি অর্থ পরিশোধকালে ক্রেতারা সুদবিহীন ইএমআই সুবিধা পাবেন। প্রি-অর্ডারে গ্যালাক্সি নোট-২০ ক্রয়ের ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা এবং গ্যালাক্সি নোট-২০ আল্ট্রা ফাইভজি ক্রয়ে ক্রেতারা ১৮ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।

সিটি ব্যাংকের অ্যামেক্স কার্ডধারীরা প্রথম দিন ডেলিভারির ভিত্তিতে ইএমআই সুবিধায় গ্যালাক্সি নোট-২০ আল্ট্রা ফাইভজি ক্রয়ে অতিরিক্ত পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। অ্যামেক্স কার্ডধারীরা নোট-২০ পাওয়ার ফোনটির জন্য বিনা সুদে ১৮ মাস পর্যন্ত এবং নোট-২০ আল্ট্রা ফাইভজি ক্রয়ে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।

এই ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান জানান, কানেক্টিভিটির বর্তমান যুগে আমাদের ক্রেতাদের কর্মদক্ষতা বাড়াতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে সচেষ্ট। অত্যাধুনিক প্রযুক্তির নোট-২০ সিরিজ আমাদের ক্রেতাদের কর্ম এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করবে এবং গ্যালাক্সি ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে আশা করছি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন