নভেল করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন নাগরিকদের দেশটিতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন।
জানা যায়, দেশের বাইরে যাওয়া মার্কিন নাগরিক এবং দেশটির স্থায়ী বাসিন্দারা করোনা আক্রান্ত হলে তাদের দেশে ফেরা ঠেকাতে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তবে, প্রেসিডেন্টের এই ক্ষমতা রয়েছে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠছে।
সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে জানানো হয়, এক খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কোনো কর্মকর্তা যদি যুক্তিসংগত কারণে মনে করেন যে, কোনো ব্যক্তি করোনাভাইরাস সংক্রমিত বা ভাইরাসের সংস্পর্শে এসেছে, তাহলে কর্তৃপক্ষ তার যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ করে দিতে পারবে।
দেশটির শীর্ষ সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, এ ধরনের আইন আরোপের এখতিয়ার ট্রাম্প প্রশাসনের আছে কিনা তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় সংস্থাগুলোকে মঙ্গলবার মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে তাদের মতামত জানাতে বলা হয়েছে।
আনন্দবাজার/টি এস পি

