ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের সংবাদ সম্মেলনের সময় হোয়াইট হাউসের বাইরে গুলি

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় সামনে হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলছিল। ওই ঘটনার পরই ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেনে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা।
জানা গেছে, গুলি করে সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গতকাল সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন শুরুর পরপরই বাইরে গুলির শব্দ শোনা যায়। তারপর তাৎক্ষণিকভাবে ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের কর্মীরা।
পরিস্থিতি শান্ত হলে ফের সংবাদ সম্মেলনে ফিরে আসেন ট্রাম্প। এবং উপস্থিত সাংবাদিকদের এ ঘটনা সম্পর্কে জানান।
ট্রাম্প জানান, হোয়াইট হাউসের কাছে এক ব্যক্তি গুলি চালিয়েছিলেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেওয়ায় সিক্রেট সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন