ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষাকালে কাপড় সুরক্ষিত রাখার উপায়

আর্দ্রতা কাপড়ে স্যাঁতস্যাঁতেভাব সৃষ্টি করে থাকে। এতে করে হতে পারে পোকামাকড়ের আক্রমণ। তাই জীবনযাপন-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে বর্ষায় কাপড় সংরক্ষণ করার উপায় সম্পর্কে জানানো হল।

বর্ষায় কাপড় সংরক্ষণ করার উপায়:

১. কাপড় রাখার তাকের চারপাশ পুরানো খবরের কাগজ ভাঁজ করে রাখবেন। কারণ কাগজ আর্দ্রতা নিয়ন্ত্রণ করে।

২. ওয়ারড্রবের কোণায় এক পোটলা লবণ রেখে দিবেন। কারণ এটা আর্দ্রতা শোষণ করে। এছাড়াও চাইলে কাপড়ের মাঝখানে চক রেখে দিতে পারেন, এটাও কাপড় শুষ্ক রাখতে সহায়ক।

৩. একটা মসলিনের ব্যাগে কয়েকটা কর্পুর রেখে তা কাপড়ের মাঝে রেখে দিবেন। এটা আর্দ্রতা শোষণ করে থাকে।

৪. কয়েকটা শুকনা নিমপাতা ওয়ারড্রবের কোণায় রেখে দিতে পারেন। এটা কীট, মাকড় ইত্যাদি থেকে কাপড় সুরক্ষিত রাখার একটা প্রাচীন পদ্ধতি।

৫. কাপড়ের মাঝখানে ন্যাপথলিনের বল রেখে দিতে দিবেন। এতে করে ওয়ারড্রবে পোকামাকড়ের আক্রমণ হয় না।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন