ঢাকা | বুধবার
৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন নাগরিকত্ব ত্যাগ করছে বহু মানুষ

নাগরিকত্ব ত্যাগের হিড়িক লেগেছে যুক্তরাষ্ট্রে। চলতি বছরের প্রথম ছয়মাসে মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছে ৫ হাজার ৮শ’র বেশি মানুষ। যা ২০১৯ সালের প্রথম ছয় মাসে ছিল ২ হাজার ৭২ জন। গতকাল রোববার এ তথ্য প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক বেমব্রিজ অ্যাকাউনটেন্টসের এক পরিসংখ্যান।

সংস্থাটি জানায়, তারা মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেয়া মার্কিনিদের বিভিন্ন সরকারি তথ্য বিশ্লেষণ করে এই সংখ্যা নিশ্চিত হয়েছে। প্রতি তিন মাস পর পর এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে থাকে মার্কিন সরকার। সেখানে নাগরিকত্ব ত্যাগ করা লোকজনের নাম প্রকাশ করা হয়।

বেমব্রিজ অ্যাকাউনটেন্টস প্রতিষ্ঠানের অংশীদার আলিস্টেয়ার বেমব্রিজ এক বিবৃতিতে জানান, এটা মূলত সেসব লোকজনের তালিকা যারা এরইমধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা আর ফিরবেন না।

জানা যায়, অনেকেই যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে অসন্তুষ্ট। আবার অনেকেই বলছেন ট্যাক্সের কথা। কারণ যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বিদেশে থাকলেও তাকে প্রতিবছর ট্যাক্স দিতে হয়। এমনকি বিদেশে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সস্পর্কেও বিভিন্ন তথ্য দিতে হয়।

ওই বিবৃতিতে বলা হয়, আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে যা ঘটছে তার জন্যই লোকজন এমন সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মতাদর্শ, করোনাভাইরাস মহামারি যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এগুলোসহ আরও বেশ কিছু বিষয়ের কারণে লোকজন মার্কিন নাগরিকত্ব ত্যাগ করছেন।

আলিস্টেয়ার বেমব্রিজ জানান, যুক্তরাষ্ট্রের অনেক মানুষ আগামী নভেম্বরের নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। তারা অপেক্ষায় আছেন আসন্ন এই নির্বাচনে কি হয়। যদি প্রেসিডেন্ট ট্রাম্প পুণরায় জয়ী হন তবে আমরা বিশ্বাস করি যে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে দেয়ার স্রোত আরও বেড়ে যাবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন