ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে মানবিক সঙ্কটের আশঙ্কা: জাতিসংঘ

লেবাননের রাজধানী বৈরুতে গত ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশটি মানবিক সঙ্কটে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে জতিসংঘ। এছাড়াও বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সরবরাহে বাধা ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে।

বৈরুতের এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৫৪ জন নিহত হয়েছেন। এছাড়াও অন্তত ৫ হাজার মানুষ আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, বৈরুতের বিস্ফোরণের পর থেকে লেবাননে ইতিমধ্যে অর্থনৈতিক মন্দা নেমে এসেছে। এদিকে, লেবাননের রাজধানী বৈরুত বন্দরে শক্তিশালী রাসায়নিক বিস্ফোরণে ঘটনায় সরকারি অবহেলার অভিযোগ এনে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন দেশটিতে হাজারো মানুষ।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইতোমধ্যে বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বন্দরের মহাব্যবস্থাপকও আছেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন