ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরেই শ্রীলংকায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল

শ্রীলংকার বিপক্ষে স্থগিত হওয়া টেস্ট সিরিজ অনুষ্ঠিত হতে পারে অক্টোবরের মাঝামাঝি।  এসময় দুই বোর্ডের সম্মতিতে তিন ম্যাচের টি-২০ সিরিজও হতে পারে। দুই বোর্ড সিরিজের ব্যাপারে আলোচনা এগিয়ে নিচ্ছে। অপেক্ষা শুধু শ্রীলংকার সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ছাড়পত্রের।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভা বাংলাদেশের এই সফরে টি-২০ সিরিজ থাকবে বলে নিশ্চিত করেছেন। তবে সেক্ষেত্রে টি-২০ সিরিজটি তারা তিন টেস্টের সিরিজ থেকে একটি টেস্ট কমিয়ে খেলতে চায়।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, সিরিজের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, তবে আমরা ২৪ সেপ্টেম্বর নাগাদ শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ভাবছি। প্রথম টেস্টটি অক্টোবরের মাঝামাঝির দিকে শুরু হতে পারে। এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। বিসিবি টেস্ট এবং টি-২০ সিরিজের জন্য একসঙ্গে দল পাঠানোর চিন্তা করছে।

শ্রীলংকা সফরে গিয়ে যেকোন খেলার আগে বাংলাদেশের ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেজন্য বোর্ড ক্রিকেটারদের অনুশীলন ঘাটতি মেটাতে হাইপারফরম্যান্স টিমও শ্রীলংকায় পাঠাতে চায়। সফরটি হলে বাংলাদেশ ও শ্রীলংকার এটি হবে করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক সিরিজ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন