গত মঙ্গলবারে (৪ আগস্ট) বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফুঁসছে লেবানন। এ ঘটনার কারণ হিসেবে অনেকেই সরকারের অবহেলাকে দায়ী করেছেন। ইতোমধ্যে ক্ষোভের মুখে পড়ে দেশটির ১৬ কর্মকর্তাকে আটক করা হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বৈরুত বন্দরের গুদাম থেকে বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এছাড়াও বিস্ফোরণের পর দুই শীর্ষ কর্মকর্তা ও একজন এমপি পদত্যাগ করেছেন।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এক ফরাসি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, গত মঙ্গলবারের ওই ভয়াবহ বিস্ফোরণে দোষীদের খুঁজে বের করতে তদন্ত কমিটিকে চারদিন সময় দেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার লেবানন সরকারের অবহেলার জবাব চেয়ে রাজধানী বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভ করেছে দেশটির হাজারো মানুষ। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।
আনন্দবাজার/এম.কে