বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে মহামারি নভেল করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৯২ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। যার মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬১ লাখ ৮০ হাজার ৭১০ জন। এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৬৫ হাজার ২৩২ জন (১ শতাংশ)। তবে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে এক কোটি ২৩ লাখ ৫৪ হাজার ২০৯ জন।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাস থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৫ লাখ ৭৬ হাজার ৬৬৮ জন, ব্রাজিলে ২০ লাখ ৪৭ হাজার ৬৬০, ভারতে ১৩ লাখ ৭৭ হাজার ৩৮৪, রাশিয়ায় ছয় লাখ ৭৬ হাজার ৩৫৭, দক্ষিণ আফ্রিকায় তিন লাখ ৮৭ হাজার ৩১৬, চিলিতে তিন লাখ ৪০ হাজার ১৬৮, পেরুতে তিন লাখ ১০ হাজার ৩৩৭, ইরানে দুই লাখ ৭৭ হাজার ৪৬৩, মেক্সিকোতে তিন লাখ আট হাজার ৮৪৮, পাকিস্তানে দুই লাখ ৫৬ হাজার ৫৮, সৌদি আরবে দুই লাখ ৪৭ হাজার ৮৯, তুরস্কে দুই লাখ ২০ হাজার ৫৪৬, ইতালিতে দুই লাখ এক হাজার ৩২৩, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৬ হাজার ২০০, বাংলাদেশে এক লাখ ৪৩ হাজার ৮২৪, কাতারে এক লাখ আট হাজার ৮৩১, কানাডায় এক লাখ তিন হাজার ১০৬, ফ্রান্সে ৮২ হাজার ৪৬০ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৮৮ জন সুস্থ হয়ে উঠেছে।
এছাড়া কুয়েতে ৬১ হাজার ৬১০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৫ হাজার ৭৩৯, সিঙ্গাপুরে ৪৮ হাজার ৩১, সুইজারল্যান্ডে ৩১ হাজার ৬০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৫৪৩, অস্ট্রেলিয়ায় ১০ হাজার ৯৪১ ও মালয়েশিয়ায় আট হাজার ৭১৩ জন সুস্থ হয়ে উঠেছে।
আনন্দবাজার/টি এস পি