ভিডিওতে ভুল তথ্য পোস্ট করার কারণে ফেসবুক ও টুইটার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রচারণা দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। একটি ভিডিওতে ট্রাম্প শিশুদের প্রায় করোনা প্রতিরোধী হিসেবে বর্ণনা করেছেন। যাকে ফেসবুক ও টুইটার ভুল তথ্য হিসেবে উল্লেখ করেছে। সেজন্য ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টের একাউন্ট থেকে ভিডিও ক্লিপটি মুছে দিয়েছে ফেসবুক।
এই প্রথমবার নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে এই কাজটি করেছে ফেসবুক। অন্যদিকে টুইটার জানায়, তারা একই ভিডিওর কারণে ট্রাম্পের আনুষ্ঠানিক প্রচারণার একাউন্ট ব্লক করে দিয়েছে। তবে পরে ভিডিও সরিয়ে ফেলার কথা উল্লেখ করে একাউন্ট চালু করা হয়েছে।
গতকাল বুধবার হোয়াইট হাউস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি প্রতিরোধী অর্থে শিশুদের খুবই অসুস্থ হওয়ার বিষয়ে কথা বলছিলাম। আপনি যদি বাচ্চাদের দিকে তাকান আমি বুঝাতে চাইছি তারা খুব সহজেই করোনাকে ঝেড়ে ফেলতে পারে।
আনন্দবাজার/টি এস পি