ঢাকা | বুধবার
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কার্যকর হলো স্বর্ণের নতুন দর

স্বর্ণের দাম বাড়ল আরেক দফা। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন মানের স্বর্ণ। নতুন দামের বিষয়টি গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হলো।

নতুন এই দরে প্রতি ভরি স্বর্ণে চার হাজার ৪৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে বাজুস। বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তিতে।

নতুন দামে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ৪৩২ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৩১৮ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫৪ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন