ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ছয়দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই রফতানি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া।

তবে গত ১২ মার্চ থেকে করোনার প্রকোপের কারণে আখাউড়া আর্ন্তজাতিক স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

ব্যবসায়ী নেতা রাজীব উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ জুলাই থেকে বন্দরে ছয় দিনের ছুটি শুরু হয়। ছুটি শেষে বুধবার থেকে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। সকাল থেকে ভোজ্য তেল, সিমেন্ট ও খাদ্যসামগ্রী বোঝাই কয়েকটি ট্রাক ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন