ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় প্রতি ১৫ সেকেন্ডে মারা যাচ্ছে একজন

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে পুরো বিশ্বে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যার তালিকার প্রথম দিকে রয়েছে যুক্তরাষ্ট্র,ব্রাজিল,ভারত এবং মেক্সিকো। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

গত দুই সপ্তাহের তথ্যের ভিত্তিতে বিশ্বে করোনায় ২৪ ঘন্টায় গড়ে ৫ হাজার ৯শ মানুষের মৃত্যু হচ্ছে। এতে প্রতি ঘন্টায় দাঁড়ায় ২৪৭ জন এবং প্রতি ১৫ সেকেন্ডে ১ জন।

ভারতে প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়ার, অস্ট্রেলিয়া, জাপান, হংকং, বলিভিয়া, সুদান, ইথিওপিয়া, বেলজিয়াম, ইসরায়েলেও প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন