ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোনটা আমি করবো ?

মোঃ আশিকুর রহমান

মা বলে ইংরেজী পড়ো,
বাবা রাজী বিজ্ঞানে–
কোনটা আমি করবো এবার?
মন যে থাকে বাগানে।

ইংরেজীতে দূর্বল আমি,
বিজ্ঞানে ফেইলর!
এভাবে সময় গেলে শেষে–
হতে হবে টেইলর।
মা বলে টেবিলে থাকো,
বাবা রাজী সোফাতে!
কোনটা আমি করবো এবার?
মন যে চাই ঘোমাতে!

ধর্মে আমি যেমন তেমন,
আইসিটিতে খুব কাঁচা!
পরীক্ষার আগে ইয়া নাফসী
আল্লাহ আমায় বাঁচা।
দাদা বলে উকিল হও,
দাদী বলে ডাক্তার–
কোনটা আমি করবো এবার?
কষ্টে করি চিৎকার!
পদার্থের সূত্র, আর রসায়নের বিক্রিয়া
ভাবলে মনে লাগে ভয়
দেখলেই হয় ডায়রিয়া!

নানা বলে মাষ্টার হও,
নানী চাই ইঞ্জিনিয়ার!
কোনটা আমি করবো এবার?
দুঃখে বসে করি হাহাকার!
অংকে আমি জোড়াতালি ,
বাংলায় গুরুচন্ডাল!
এতো প্রেসার দিলে পরে–
পাবে না কেউ মোর কঙ্কাল!

ভাই বলে ব্যবসা কর,
ভাবী চাই সাংবাদিক!
কোনটা আমি করবো এবার?
ঘুড়ে বেড়ায় দিক বেদিক।

সংবাদটি শেয়ার করুন