ঢাকা | শুক্রবার
১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার জাদুকরী সমাধান কখনো নাও মিলতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে মহামারী নভেল করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৮৪ লাখ ৪২ হাজার তিনশ ৮২ জন এবং মারা গেছে ছয় লাখ ৯৭ হাজার একশ ৭৫ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসের কোন কার্যকরী প্রতিষেধক আবিষ্কার হয়নি। এই পরিস্থিতিতে আরও একটা হতাশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস অ্যাডহানম ঘেবরেয়াসাস।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সহজ ও জাদুকরী কোনো সমাধান সম্ভবত পাওয়া যাবে না এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরার পথ দীর্ঘ হতে পারে।

গতকাল সোমবার জেনেভায় অনলাইনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সারাবিশ্বের বাসিন্দাদের শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে, হাত ধুয়ে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহবান জানিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণ এবং বিভিন্ন দেশের সরকারের কাছে আমাদের বার্তা অত্যন্ত পরিষ্কার; সবাই এসব বিধি পালন করুন। বিশ্বজুড়ে মাস্ক পরিধানকে সংহতির প্রতীক করে তোলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সম্ভাব্য বেশ কয়েকটি টিকা এখন পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় পর্যায়ে আছে। বেশ কয়েকটি কার্যকর টিকা পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এসব টিকা মানুষকে সংক্রমণ থেকে রক্ষার ব্যাপারে সহায়তা করতে পারে। তবে বর্তমানে সহজ ও জাদুকরী সমাধান নেই এবং ভবিষ্যতে নাও মিলতে পারে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন