সুশান্তের আত্মহত্যা নিয়ে জটিলতা যেন কমছেই না। এই ঘটনায় এখন পর্যন্ত অনেক তারকাকেই হতে হয়েছে পুলিশের জবাবদিহিতার মুখোমুখি। এমন অবস্থায় সুশান্তের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার কথা জানালেন রিয়া চক্রবর্তী।
সুশান্তের বান্ধবী রিয়া জানান, তারা দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন। ২০২০ সালের ৮ জুন পর্যন্ত তারা একসঙ্গেই ছিলেন। এরপর সুশান্তের ফ্ল্যাট ছেড়ে তিনি নিজের বাড়িতে চলে যান।
সুশান্তের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার পর হঠাৎ করে যখন তার আত্মহত্যার খবর পান, ওই সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন রিয়া।
এদিকে সুশান্তের মৃত্যুতে কৃষ্ণ কিশোর সিং তাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেন রিয়া। কৃষ্ণ কিশোর সিং নিজের প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করছেন বলেও শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন তিনি।
রিয়া চক্রবর্তীর পাশাপাশি সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিটানিও উলটো সুরে মন্তব্য করেছেন। সম্প্রতি মুম্বাই পুলিশকে মেইল করেন সিদ্ধার্থ জানান, রিয়ার বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য সুশান্তের পরিবার তার উপর চাপ প্রয়োগ করছে।
সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিটানি অভিযোগ করেন, গত ২২ জুলাই সুশান্তের পরিবারের কয়েকজন তাকে ফোন করেন। যেখানে ও পি সিং, মিতু সিং এবং একজন অচেনা ব্যক্তি তার সঙ্গে কথা বলেন। সেদিনই পুলিশের কাছে রিয়ার বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য তার উপর চাপ প্রয়োগ করে রাজপুত পরিবার।
আনন্দবাজার/ডব্লিউ এস