ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১২ বছরের জেল

অর্থ কেলেঙ্কারির মামলায় ১২ বছরের কারাদণ্ড হলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের। মঙ্গলবার কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি এই রায় ঘোষণা করেন। সংবাদমাধ্যম বিবিসি তাদের একটি প্রতিবেদেনে বিষয়টি তুলে ধরেছে।

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলার রায় এটি। রায়ে কারাদণ্ডের পাশাপাশি ২১ কোটি রিঙ্গিত জরিমানাও করা হয়েছে নাজিবকে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা এই নেতা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারাগারের বাইরেই থাকবেন তিনি।

ক্ষমতার অপব্যবহারের জন্য ১২ বছরের কারাদণ্ড এবং মানি লন্ডারিং ও বিশ্বাস ভঙ্গের জন্য দেওয়া হয়েছে ১০ বছরের দণ্ড। পরে রায়ে সমন্বয় করে বলা হয়েছে, নাজিব রাজাকের সবগুলো ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন