ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ভারতের দাবি করা ভূখণ্ডে নেপালের কাঠামো নির্মাণ!

এবার উত্তরাখণ্ডের ‘নো ম্যানস ল্যান্ড’ এ অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপাল। নো ম্যানস ল্যান্ডের ১০০-১৫০ মিটারের এলাকা নিজেদের দাবি করে ভারত-বিরোধী স্লোগানও তুলেছে নেপালীরা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে এই খবর প্রকাশ করা হয়েছে।

তনকপুরের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, ওই বিতর্কিত জায়গাটি কার সেটা নিরসনে এবং সীমান্ত নির্ধারণের জন্য ভারত ও নেপালের যৌথ দল গঠন করা হয়েছিল। এলাকায় জরিপ পরিচালনার কথা ছিল সেই দলের। তবে করোনাভাইরাস মহামারির প্রকোপে সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে গত বুধবার (২২ জুলাই) কাঁটাতার লাগানোর জন্য ‘নো ম্যানস ল্যান্ড’-এ ১৫-১৮ টি কাঠামো পুঁতে দেয় নেপাল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভারতীয় কর্মকর্তারা। এসময় নেপালের বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়ে। তারা ভারতবিরোধী স্লোগান দিতে শুরু করে। উত্তেজনা প্রশমনে পরে দু’দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মকর্তারা বৈঠকে বসেন।

তনকপুরের মহকুমা শাসক দয়ানন্দ সরস্বতী জানান, কাঠামো লাগানোর খবর পেয়েই ঘটনাস্থলে যান সশস্ত্র সীমা বলের (এসএসবি) কর্মকর্তারা। চম্পাবত জেলার তনকপুর ব্যারেজ এবং ৮১১ পিলারের কাছে কয়েকটি কাঠামো বানিয়ে নেপালের বাসিন্দারা নো ম্যানস ল্যান্ড দখল করে নিজেদের এলাকা বলে দাবি করে।

এসএসবি কমান্ড্যান্ট আর কে ত্রিপাঠী জানিয়েছেন, কাঠামোগুলি স্থায়ী নয়। সেগুলো সাধারণ কংক্রিট এবং কাঠের। আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো তুলে নেওয়া হবে বলে জানিয়েছে নেপালের সশস্ত্র বাহিনী। যদিও বৈঠকে উপস্থিত এক এসএসবি কর্মকর্তা জানান, মুখে কাঠামো সরিয়ে নেওয়ার কথা বললেও আদতে কোনো কাজ করা হয়নি। শুক্রবারও নেপালের লোকজনদের পিলারের উপর কাঁটাতার বসাতে দেখা গেছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন