করোনা থেকে সেরে উঠলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গত ৭ জুলাই করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনবার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করান তিনি। প্রতিবারই করোনা পজিটিভ ফল আসে তার। সর্বশেষ পরীক্ষায় অবশেষে তার করোনা নেগেটিভ ফল এসেছে। শনিবার (২৫ জুলাই) নিজের টুইটারে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি।
শনিবার ৬৫ বছর বয়সী বলসোনারো এক বক্স হাইড্রোক্সিক্লোরোকুইন হাতে হাস্যোজ্জ্বল অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনি করোনা নেগেটিভের ফল জানিয়ে সবাইকে শুভেচ্ছো জানিয়েছেন।
জাইর বলসোনারো শুরু থেকেই করোনাভাইরাসকে সামান্য ফ্লু বলে হেলাফেলা করছিলেন। ব্রাজিলের সচেতন মহলের অভিযোগ, সরকার ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে না নেওয়ায় ব্রাজিলে এই ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে।
করোনাকে হালকা ভাবে নেয়া বলসোনারো এতে ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী ব্রাসিলিয়ার আলভোরদা প্যালেসে নিজ সরকারি বাসভবনে প্রায় ২০ দিন আইসোলেশনে ছিলেন।
আনন্দবাজার/ডব্লিউ এস