ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ডলার

রেকর্ড গতিতে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনার এ সঙ্কটের মাঝেও চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনে ১৩৬ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স বৈধ পথে দেশে এসেছে। প্রবাসীদের আয় পাঠানোর এই গতি অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স অর্জন করবে বাংলাদেশ।

অপরদিকে সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছর শেষে প্রবাসী বাংলাদেশিরা এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেলেন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন। এর পূর্বে ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়। ওই সময়ে প্রবাসীরা এক হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। সেই হিসাবে আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭৮ কোটি ৫৩ লাখ ডলার বা ১৫ হাজার কোটি টাকা। মহামারি করোনায় বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি অবনতি না হলে রেমিট্যান্স আরো বেশি বাড়তো বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন