ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের পরেই পর্যটকদের জন্য উন্মুক্ত হবে কক্সবাজার

করোনার ফলে গত মার্চ মাস থেকে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের জন্য বন্ধ রেখেছে জেলা প্রশাসন। কিন্তু ঈদুল আজহার পর কক্সবাজারের বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলো শর্ত সাপেক্ষে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

করোনা পরিস্থিতির ফলে দীর্ঘ চার মাস কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার কারণে সেখানে প্রায় হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোর কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্তে আশান্বিত হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, আগামী ঈদুল আজহার পর কক্সবাজারের পর্যটন শিল্প ও সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য কঠিন শর্ত সাপেক্ষে খুলে দেয়া হবে। আবাসিক হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠানে পর্যাপ্ত করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা থাকবে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলবে শুধু সেসব প্রতিষ্ঠানকে খোলার অনুমতি দেওয়া হবে।

কক্সবাজার আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেছেন, গত ৪ মাস ধরে পর্যটকশূন্য কক্সবাজার। সেই সঙ্গে বন্ধ আছে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতি হয়েছে হাজার কোটি টাকা।

ঈদের পরে খুলে না দিলে সামনে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মালিক সমিতির নেতা কাশেম বলেন, মহামারি পরিস্থিতিতে ব্যবসায়ীদের ব্যাংক ঋণ বেড়েছে। চরম ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন