ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী হ্যানা

যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলীয় অঞ্চলে প্রবল শক্তির সাথে আঘাত হেনেছে হারিকেন হ্যানা। শনিবার বিকেল থেকেই প্রতি ঘণ্টায় প্রায় ১৪৫ কিলোমিটার বেগে দক্ষিণ টেক্সাসে ভয়াবহ তাণ্ডব চালাতে শুরু করে চলতি বছরের প্রথম হ্যারিকেন।

ঝড়ো হাওয়ায় বহু গাছপালা ও বাড়ি-ঘর উপড়ে গেছে। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সেখানে বসবাসকারী সাধারণ মানুষ। ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই হারিকেনটি প্রথম আঘাত হানে টেক্সাস অঙ্গরাজ্যের করপাস ক্রিস্টি শহরে। যেখানে বসবাস করে প্রায় সোয়া তিন লাখ বাসিন্দা। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণের অন্যতম হটস্পটও এটি। আর এতে এখন এক রকম ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়েই দেখা দিয়েছে এ হারিকেন হ্যানা।

রাজ্যের গভর্নর ৩২টি কাউন্টিতে সতর্কতা জারি করে জানান, করোনা মহামারি চলাকালীন সময়ের মধ্যে এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা চ্যালেঞ্জের বিষয়। এদিকে হতাহত কমাতে দেশটির জাতীয় হ্যারিকেন কেন্দ্রে উপকূলবর্তী মানুষকে নিরাপদে স্থানে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। নির্দেশনা মেনে চলারও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন