ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসেঞ্জার লক করার ফিচার আনলো ফেসবুক

মেসেঞ্জারের নিরাপত্তা বাড়াতে অ্যাপ লক ফিচার আনলো ফেইসবুক। অ্যাপ লক ফিচার চালু করলে আপনার মেসেঞ্জারে আপনি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। এই অ্যাপটিতে আঙুলের ছাপ এবং ফেইস শনাক্তকরণ নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে।

ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ইতিমধ্যে আইফোন ব্যবহারকারীদের ডিভাইসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে আপডেটটি যেতে আরও বেশ কয়েক মাস সময় লাগবে।
এদিকে মেসেজ ও কলের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে ফেসবুক। কেউ যেন সরাসরি মেসেন্জারে কল করতে না পারে, সেই অপশনটি রাখা হবে। এবং কেউ অনাহূত ছবি পাঠালে ঝাপসা হয়ে যাবে। এই ফিচারগুলো ঠিক কবে নাগাদ আসবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ফেসবুক।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন