ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শিল্প এলাকায় শনিবার খোলা থাকবে ব্যাংক

আসন্ন পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৫ জুলাই) দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এলাকায় সকল ব্যাংক খোলা থাকবে। আজ বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে।

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থের জন্যই এ নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১ অগাস্ট শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এ প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালকের নিকট পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক ২৫ পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন