ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গরু মোটা দেখানোর অভিনব প্রতারণা

পাইপের মাধ্যমে জোর-জবরদস্তি করে পেটে পানি ঢুকিয়ে গবাদিপশুর ওজন বাড়ানোর অভিযোগে গাজীপুরে এক ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা এ সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত গরু ব্যবসায়ী মো. বাশারের (৪৫) গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, ভোক্তাকে ফাঁকি দেয়ার উদ্দ্যেশে মহিষকে হাটে আনার পূর্বে পাইপের মাধ্যমে জোর করে পানি খাওয়ানোর অপরাধে মোঃ বাসার ও মোঃ জালাল নামের দু’জন বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দু’জন বিক্রেতা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা থেকে বিক্রির উদ্দ্যেশে আমরাইদ বাজারে এসেছিলো

উপজেলা প্রশাসন সূত্রে আরো জানা যায়, আমরাইদ পশুর হাট বসে প্রতি সপ্তাহের মঙ্গলবার। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে অসাধু বিক্রেতারা বেশি দামে মহিষ বিক্রি করার জন্য মহিষ বাজারে আনার পূর্বে জোর করে পাইপের মাধ্যমে পানি খাওয়াতে থাকে। এদিকে মহিষের পেট মোটা না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালাতে থাকে।মহিষের সম্পূর্ণ পেট ভরে গেলে মহিষকে মোটা দেখা যায়, এতে নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে ক্রেতার কাছে বিক্রি করতে পারে।

আনন্দবাজার/সবুজ

সংবাদটি শেয়ার করুন