ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বহিরাগতরা নয়, পশ্চিমবঙ্গকে শাসন করবে বাঙালিরাই

তারিক হাসান, কলকাতা প্রতিনিধি

গুজরাট পশ্চিমবঙ্গকে চালাবে না। বহিরাগতরা নয়, পশ্চিমবঙ্গকে শাসন করবে বাঙালিরাই। মঙ্গলবার কলকাতায় শহিদ দিবস উদযাপন উপলক্ষে এক ভার্চুয়াল সভায় একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, বিজেপিকে যদি ভুলেও কেউ বিশ্বাস করে, তাহলে জীবনও যাবে, জীবিকাও যাবে। কয়েকটা আসন পেয়ে যেন পৃথিবী জয় করে নিয়েছে। গত লোকসভা নির্বাচনের বদলা নিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জামানত জব্দ করে বুঝিয়ে দিতে হবে, বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গকে কব্জা করা যায় না। উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে বললেও কম হবে। সারাদিন ধরে দাঙ্গা, গুন্ডামি, আগুন লাগানোর কথা বলে। আর ওরা বলে আপশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন নেই।

এনআরসি-এনপিআর-সিএএ’র প্রসঙ্গ তুলে বলেন, ‘আমরা কোভিডের মধ্যে এসবের কথা ভুলিনি। দিল্লিতে দাঙ্গা করে নর্দমায় দেহ ফেলে দিয়েছে। সব জানি। কাউকে এরা প্রতিবাদ করতে দেয় না। প্রতিবাদ করলেই মুখ বন্ধ করে দেয়।’‌

এরপরই মমতা ঘোষণা করেন, তাঁর দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকলে সারাজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সুযোগ পাবেন পশ্চিমবঙ্গের মানুষ। টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে। মানুষের জন্য যা করা প্রয়োজন তা-ই করব। প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে লকডাউন চলায় পশ্চিমবঙ্গে গত জুন মাস পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে তা বাড়িয়ে ২০২১ সালের জুলাই পর্যন্ত করা হয়েছে।

এদিকে, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর প্রতিক্রিয়ায় মমতার উদ্দেশে বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে এটাই ওনার শেষ ২১ জুলাই।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের তৎকালীন প্রশাসনিক ভবন রাইটার্স বিল্ডিং অভিযান হয়। সেই সময় পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে ১৩ জন জাতীয় কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে প্রতি বছর দিনটি শহিদ দিবস পালন করে থাকেন মমতা ব্যানার্জি।

সংবাদটি শেয়ার করুন