কোরবানির ঈদকে সামনে রেখে দফায় দফায় কমতে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। চলতি সপ্তাহে দুই দফা দাম কমে এখন ১২৫ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
টিসিবি জানায়, রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে ১২৫ থেকে ১৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এর মাধ্যমে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে ৩ দশমিক ৭০ শতাংশ।
ব্রয়লার মুরগির দাম কমা প্রসঙ্গে রামপুরার ব্যবসায়ী মিলন জানান, কোরবানির ঈদ কাছাকাছি চলে আসায় এখন ব্রয়লার মুরগির চাহিদা কমেছে। যে কারণে দামও কমেছে। এর মাধ্যমে করোনার আগে বিক্রি হওয়া দামে চলে এসেছে ব্রয়লার মুরগি।
তবে দাম কমলেও কোরবানির ঈদ চলে আসায় এখন মুরগির বিক্রি কম। এই পরিস্থিতিতে ঈদের আগে ব্রয়লার মুরগির দাম আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আনন্দবাজার/টি এস পি