ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো মার্কিন রণতরীতে আগুন, ‘স্টপ ওয়ার্ক অর্ডার’ জারি

এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধজাহাজে। দেশটির নোরফক বন্দরে শুক্রবার উভচর যুদ্ধজাহাজ ‘কেয়ারসার্জ’-এ আগুন লাগে। মার্কিন সংবাদমাধ্যম ডিফেন্সনিউজ এ তথ্য জানিয়েছে। ঘটনার পর নরফোক শিপইয়ার্ডে সব ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা জারি করেছে মার্কিন নৌবাহিনী।

পাশের একটি ওয়েল্ডিং মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ পরিস্থিতিতে স্টপ ওয়ার্ক অর্ডার জারি করেছে মার্কিন নৌবাহিনী জেনারেল ডায়নামিকস নাস্কো।

যখন জাহাজটিতে আগুন লাগে জেনারেল ডায়নামিকস নাস্কো তখন তাদের নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করছিলেন। জেনারেল ডায়নামিকসের মুখপাত্র অ্যান্থনি পাওলিনো বলেন, মার্কিন নৌবাহিনীর এই সিদ্ধান্তকে পরিপূর্ণভাবে সমর্থন দেবে তাঁর কম্পানি।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শিপইয়ার্ডে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে আগুন লাগে। দীর্ঘ চার দিনের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। আগুন লাগার ঐ ঘটনায় অন্তত ৬৩ জন আহত হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন