শেয়ারবাজারে সপ্তাহের প্রথম দিনে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩৮ পয়েন্টে ও ডিএস৩০ সূচক দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মাঝে দর বৃদ্ধি পেয়েছে ৩৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ১৫০টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫২০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/এফআইবি