ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে এখনও করোনামুক্ত ১২ দেশ

মহামারি নভেল করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে পুরো বিশ্বে। এখন পর্যন্ত করোনা বিশ্বের ১৮৮টি দেশে হানা দিয়েছে। তবে প্রশান্ত মহাসাগরের দ্বীপঘেরা ১২টি দেশে এখন পর্যন্ত পৌঁছতে পারেনি এই ভাইরাস।

এখন পর্যন্ত করোনামুক্ত দেশগুলো হচ্ছে- ১. উত্তর কোরিয়া ২. তুর্কমেনিস্তান ৩. সলোমান দ্বীপ ৪. ভানুয়াতু ৫. সামোয়া ৬. কিরিবাতি ৭. মাইক্রোনেশিয়া ৮. টোঙ্গা ৯. মার্শাল আইল্যান্ড ১০. পালাউ ১১. ট্যুভালু ও ১২. নাউরু।

এদিকে করোনামুক্ত রয়েছে ভারতের লাক্ষাদ্বীপও। ৩৬টি দ্বীপ ও ৭০ হাজার বাসিন্দা নিয়ে গঠিত আরব সাগরের এই দ্বীপপুঞ্জটিতে এখন পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি।

বিশ্বজুড়ে যেখানে করোবা তাণ্ডব চলছে, সেখানে এসব দেশে কেনো করোনা সংক্রমণ হয়নি? এ বিষয়ে বিশ্লেষকদের মতামত তুলে ধরা হল:

উত্তর কোরিয়া

চীনে করোনা পাদুর্ভাবের পরই বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজেদের সীমান্ত সিলগালা করে দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এছাড়া লকডাউনসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। এখন পর্যন্ত দেশটির সরকারের পক্ষ থেকে সংক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উত্তর কোরিয়ার দাবি করা এ তথ্যে সন্দেহ রয়েছে অনেকেরই।

তুর্কমেনিস্তান

উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তানের সীমান্ত দিয়ে ঘেরা মধ্য-এশিয়ার অন্যতম দেশ তুর্কমেনিস্তান। পার্শ্ববর্তী দেশগুলোতে করোনার খবরের সঙ্গে সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় দেশটির সরকার। ফেব্রুয়ারি মাস থেকেই চীনসহ অন্যান্য দেশ থেকে বিমান চলাচল বন্ধ করে দেয়। সেই সঙ্গে সিলগালা করে দেয় সীমান্ত।

ওশেনিয়া মহাদেশের ১০ দেশ

ওশেনিয়া মহাদেশের দেশগুলোতে বিশ্বের সবচেয়ে কম লোক যাতায়াত করে। প্রশান্ত মহাসাগরীয় এমন ১০টি দেশই করোনামুক্ত। দেশগুলোতে করোনা না পৌঁছানোর অন্যতম কারণ দুর্গম ভৌগোলিক অবস্থা। দ্বীপদেশ হওয়ায় লোকজনের যাতায়াত কম এবং ঘনবসতিও নেই।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন