দেশের মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফ্রি ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। কিন্তু টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানান, এসব সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি অপরাধমূলক কাজ করছে। এসব অপরাধ রোধে মোবাইল অপারেটরদের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা বিনামূল্যে না দিতে আদেশ দিয়েছে বিটিআরসি।
বিটিআরসির এই আদেশের পর অপারেটররা তার বাস্তবায়ন শুরু করেছে।
গত ১৪ জুলাই অপারেটরদের পাঠানো বিটিআরসির চিঠিতে জানানো হয়েছে, টেলিযোগাযোগ সেবাদাতা অপারেটরগুলো তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে সেম্যাল মিডিয়া সম্পর্কিত সেবা আংশিক ফ্রি বা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে দিয়ে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সোশাল মিডিয়া সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সেম্যাল মিডিয়ায় নানা রকমের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করছে।
‘এমতাবস্থায়, আপনার প্রতিষ্ঠানের সব গ্রাহককে স্যোশাল মিডিয়া সম্পর্কিত সেবা ফ্রি বা বিনামূল্যে দেওয়া থেকে বিরত থাকার জন্য আদেশ দেওয়া হলো।’
সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা পরবর্তী বিটিআরসি বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের এ আদেশ দেওয়া হয়েছে বলে জানান সংস্থার সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান।
আনন্দবাজার/এফআইবি