ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পাওনা টাকা পরিশোধের দাবি পাবনার ক্ষুদ্র পাট ব্যাবসায়ীদের

বি.জে.এম.সি’র নিকট পাওনা টাকা পরিশোধের দাবি জানিয়েছেন পাবনা জেলা ক্ষুদ্র পাট ব্যাবসায়ীরা। শনিবার দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে পাট ব্যাবসায়ী আব্দুল কুদ্দুস সরকার, কার্ত্তিক চন্দ্র সাহা, আব্দুল লতিফ লিখিত বক্তব্যে জানান, পাবনার জেলা বিভিন্ন উপজেলার প্রায় ৩৫ জন ক্ষুদ্র পাট ব্যবসায়ী বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) নিকট প্রায় ৩০ কোটি টাকা পাওনা রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের এ টাকা বিশাল পাহাড়ের সমান। করোনা পরিস্থিতির কারণে তাদের জমানো টাকা প্রায় নিঃশেষ। এ অবস্থায় সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে বিয়ে-শাদী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে সমন্ত কিছু বন্ধ হওয়ার উপক্রম। টাকার অভার ব্যবসা হারিয়ে মানবতার জীবন যাপন করছেন তারা। এছাড়া ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা সময়মতো পরিশোধ করতে না পাড়ায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা মোকার্দ্দমা করেছে। পাট ব্যবসায়ী, হ্যান্ডালিং ও পরিবহন ঠিকাদারগণ আজও পাওনাদারদের চাপে দিশোহারা, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

বর্তমান মুজিবর্বষ ও করোনাকালে ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের ২০১৬-২০১৭ সাল হতে ২০১৯-২০ সাল পযর্ন্ত প্রায় ২৬৪ কোটি এবং বন্ধকৃত আদমাজী জুট মিলের ৯.৯৬ কোটি পাওনা টাকা দ্রুততম সময়ে পরিশোধের জন্য জোর দাবি জানান পাট ব্যবসায়ীরা।

আনন্দবাজার/শাহীন

সংবাদটি শেয়ার করুন