ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে কোয়ারেন্টাইন সেন্টারের ভেতরেই করোনা রোগীকে ধর্ষণ

কোয়ারেন্টাইন সেন্টারের ভেতরেই ধর্ষণের শিকার হয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত এক নারী। আমানবিক এই ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের মহারাষ্ট্র রাজ্যে। এতে পুরো ভারত জুড়েই উঠেছে সমালোচনার ঝড়।

ভারতে করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্র রাজ্যে। এর ফলে প্রশাসনিকভাবে সেখানে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। এমন পরিস্থিতিতেই রাজ্যের একটি কোয়ারেন্টিন সেন্টারে করোনা সংক্রমিত নারীর ধর্ষণের খবর উঠে এলো। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পানভেলের একটি সেন্টারে। শুভম খাতু নামের অভিযুক্তের বয়স ২৫ বছর। সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। পরদিন সকালে ওই নারী অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তের করোনা রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। রিপোর্ট হাতে পেলেই তাকে আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিও ওই কোয়ারেন্টিন সেন্টারেই ছিল। তার রিপোর্টের জন্য এই মুহূর্তে সবাই অপেক্ষা করছে। যদি তার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। আনুষঙ্গিক তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন