ঢাকা | রবিবার
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাহনাজ খুশি শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শ্বিকার

টিভি নাটকের অভিনয়শিল্পী শাহনাজ খুশি নাটকের শুটিংয়ে অংশ নিতে পুবাইলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন। খুশি বলেন, শুক্রবার মাজুখান বাজার এলাকায় তার কারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কায় ‘অল্পের জন্য বেঁচে গেছেন’।

তিনি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া তার কারের কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন। গাড়িতে তিনি একাই ছিলেন জানিয়ে খুশি বলেন, “একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, বেঁচে আছি, ভালো আছি।”

ফেইসবুক স্ট্যাটাসে দেশের পরিবহন খানের বিশৃঙ্খলার অভিযোগ তুলে খুশি বলেন, তার গাড়িকে ধাক্কা দেওয়া ট্রাকটি চালাচ্ছিলেন ১৭ বছর বয়সী চালকের এক সহকারী; যার কোনো লাইসেন্স ছিল না।

তিনি জানান, পরে পুবাইল থানার পুলিশ ও শুটিং ইউনিটের সদস্যদের সহযোগিতায় তিনি বাড়ি ফিরলেও সেই দুঃসহ স্মৃতি এখনও ভুলতে পারছেন না।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন