ঢাকা | শুক্রবার
২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনে দর পতনের শীর্ষে ঢাকা ডাইং

পুঁজিবাজারে সপ্তাহ ব্যাবধানে দর পতনের শীর্ষে রয়েছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০.৮৩ শতাংশ।

শেয়ারবাজারের সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী কোম্পানিটি সর্বমোট ৯ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৮৮ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৬ হাজার টাকা।

পূবালী ব্যাংক তৃতীয় স্থানে আছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৯.১৩ শতাংশ। সপ্তাহব্যাপি শেয়ারটি সর্বমোট ১ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ লাখ ৩৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তাল্লু স্পিনিং মিলস, আইসিবি এম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, লিবরা ইনফিউশন, ফনিক্স ফাইন্যান্স, এমবি ফার্মা, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন