আগস্টে রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ সফল হলে, এই ভ্যাকসিন বাংলাদেশও পেতে পারে বলে আশাবাদী দেশটিতে থাকা বাংলাদেশি চিকিৎসকরা। তারা জানান, একাধিক হিউম্যান ট্রায়ালে শতভাগ নিরাপদ এ ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম।
জানা গেছে, রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র উদ্ভাবিত ভ্যাকসিন কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সফল হয়েছে। ফলে এটি আনুষ্ঠানিকভাবে ব্যবহারের প্রস্তুতি চলছে।
রাশিয়ায় বাংলাদেশি চিকিৎসকরা জানিয়েছেন, দেশব্যাপী মধ্য আগস্ট থেকে এই ভ্যাকসিন ব্যবহার শুরু হবে।
রুশ গবেষকরা জানান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানি যেসব ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তাদের থেকেও নিরাপদ হলো রাশিয়ার ভ্যাকসিন। যা আশার আলো দেখাচ্ছে বিশ্ববাসীকে।
আনন্দবাজার/টি এস পি