ভারতে লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। করোনা আক্রান্তের সংখ্যার সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতি মিনিটে ২৪ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন। এই পরিসংখ্যান অনুযায়ী প্রতি মিনিটে দেশটিতে ২৪ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৬৮৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই পরিসংখ্যানে দেখা যায়, করোনা আক্রান্ত হয়ে দেশটিতে প্রতি ঘণ্টায় ২৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
ভারতে করোনার সর্বাধিক সংক্রমণ দেখা দিয়েছে মহারাষ্ট্রে। মারাঠাভূমে শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৮৪ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে এবং করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ১১ হাজার ১৯৪ জন।
এদিকে সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৩৬৯ জনে এবং মৃত বেড়ে ২ হাজার ২৩৬ জনে দাঁড়ায়িছে।
আনন্দবাজার/এম.কে