ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ মোতায়েন

দক্ষিণ চীন সাগরে আবারও বিমানবাহী দুটি জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর দুই সপ্তাহ আগেই দক্ষিণ চীন সাগরে জাহাজ মোতায়েন করেছিল দেশটি। দুই দপ্তাহের ব্যবধানে পূনরায় জাহাজ মোতায়েন করল মার্কিনরা।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইউএসএস নিমিটজ ও ইউএসএস রোনাল্ড রিগ্যান ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে নৌপথে অপারেশন এবং সামরিক মহড়া শেষ করে দক্ষিণ চীন সাগরে ফিরে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিমিটজ এবং রিগ্যান ক্যারিয়ার দক্ষিণ চীন সাগরে কাজ করছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমাদের সহযোগী এবং সহযোগীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি জোরদার করতে এই জাহাজগুলো মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন