ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনার টাকা দ্রুত ছাড়ের নির্দেশ

করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। এরপর কেটে গেছে প্রায় সাড়ে তিন মাস। এই সময়ের মধ্যে বিভিন্ন মহল থেকে প্রণোদনার টাকা দ্রুত ছাড় করার তাগিদ দেওয়া হলেও বাস্তব চিত্র হতাশার। ব্যাংকগুলো প্রণোদনার টাকা ছাড় করতে গড়িমসি করছে বলে অভিযোগ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, প্রধানমন্ত্রী প্রণোদনা ঘোষণার সাড়ে তিন মাস কেটে যাওয়ার পর এখন পর্যন্ত ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে টাকা ছাড় হয়েছে মাত্র ২০৬ কোটি টাকা। আরও ৫১৮ কোটি টাকার ঋণ প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) শিল্প মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রণোদনার টাকা বিতরণে গঠিত ১১ সদস্য কমিটির বৈঠকে ব্যাংকগুলোর অনিহায় অসন্তোষ প্রকাশ করেন কমিটি সদস্যরা। একই সঙ্গে প্রণোদনার টাকা দ্রুত ছেড়ে দেওয়ার তাগিদ দিয়েছেন কমিটির সদস্যরা। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিক, এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরাও।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মির্জা নূরুল গনি শোভন জানান, প্রণোদনার টাকা ছাড় এত কম হওয়া সত্যিই দুঃখজনক ব্যাপার। ২০ হাজার কোটি টাকার মধ্যে এখন পর্যন্ত ছাড় হয়েছে মাত্র ২০৬ কোটি টাকা। তবে এই টাকা ছাড় নিয়েও প্রশ্ন উঠেছে। আসলে এই টাকা কারা পেয়েছেন, সেটাও খতিয়ে দেখার বিষয়। তিনি জানান, এ বৈঠকে প্রণোদনার টাকা দ্রুত ছাড়ের নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন