করোনার সঙ্কটের মধ্যে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্পের এই সিনেমাটিতে জয়ার বিপরীতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়াও থাকছেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সিনেমার চেয়ে কলকাতার সিনেমায় অভিনয় করে যাচ্ছেন জয়া আহসান। সেই ধারায় আবারও ‘অসতো মা সদগময়’ শিরোনামের একটি কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত জানিয়েছেন, মাত্র পাঁচ চরিত্র নিয়ে গল্প আবর্তিত হবে সিনেমায়। পদ্মনাভ দাশগুপ্ত ও আমি সিনেমার চিত্রনাট্য লিখেছি। এছাড়া সিনেমার সংগীত পরিচালনাও আমি করছি। খুব দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হবে।
এদিকে জয়া আহসানও সিনেমাটিতে কাজ করার ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছেন, শুটিংয়ের তারিখ নিশ্চিত হলেই কলকাতার শুটিং ইউনিটে যোগ দিবেন তিনি।
আনন্দবাজার/শহক