ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শুধু ভিডিও দেখিয়ে সাড়ে ৬ মিলিয়ন ডলারে বিক্রি হল দ্বীপ

এক ইউরোপীয় ক্রেতা স্বচক্ষে না দেখে শুধু ভিডিও দেখে কিনে নিয়েছেন আয়ারল্যান্ডের মূল ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম দিকের ১৫৭ একরের  একটি দ্বীপ।

দ্বীপটি আয়ারল্যান্ডের উপকূল থেকে দূরে তিনটি সৈকত, সাতটি বাড়ি আর প্রাকৃতিক বনভূমির ব্যক্তিমালিকানাধীন একটি দ্বীপ। যেটি ৬.৩ মিলিয়ন ডলারেরও বেশি দামে বিক্রি হলো। আর অজ্ঞাতনামা ইউরোপীয় এক ক্রেতা এটি কিনে নিয়েছেন।

১৫৭ একরের এই দ্বীপটি হর্স আইল্যান্ড নামে পরিচিত। দ্বীপটি বিক্রির বেশিরভাগ কথাবার্তা সম্পন্ন হয় হোয়াটসঅ্যাপে। অজ্ঞাত এই ক্রেতা এক ভিডিও ট্যুারের মাধ্যমে দ্বীপটি পছন্দ করেন।

১৮৪১ সালে দ্বীপটির জনসংখ্যা ছিল ১৩৭ জন। কিন্ত ১৯৬০ সালের দিকে দ্বীপ ছেড়ে চলে যায় সব অধিবাসীরা, মন্টেগু রিয়েল এস্টেটের এক প্রতিনিধি এ তথ্য দিয়েছেন। এখন এ দ্বীপটিতে ফেরি আর নৌকা ভেড়ার জন্য একটা পিয়ার, একটা হেলিপ্যাড, টেনিস কোর্ট, জিম, গেমস হাউজ রয়েছে। স্বয়ংসম্পূর্ণ এই দ্বীপটির রয়েছে নিজস্ব বিদ্যুৎ, পানি ও পয়ঃনিস্কাষণ ব্যবস্থা আর দ্বীপের ভেতরেও রাস্তা রয়েছে আড়াআড়ি ভাবে । মূল বাড়ি ৪৫০০ বর্গফুটের মতো, এতে ছয়টা শোবারঘর আছে মোট। সামান্য, সুবিধাজনক অবস্থানেই আছে অতিথিদের জন্য কটেজগুলো।

‘হর্স আইল্যান্ড একটি ব্যতিক্রমী দ্বীপ, এই কোভিড-১৯ এর সময়ে দ্বীপটি বিক্রি করা বড় একটা চ্যালেঞ্জ ছিল, স্বাভাবিকভাবেই দ্বীপটি বিক্রি করতে পেরে আমরা খুশি,’ মন্টেগু রিয়েল স্টেটের প্রধান নির্বাহী টমাস বালাশেভ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন