ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় দিনেও নিভেনি মার্কিন রণতরী, কাজ করছে ৪০০ দমকলকর্মী!

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ড তৃতীয় দিনের মতো পুড়ছে আগুনে। ফায়ার সার্ভিসের ৪০০’রও বেশি কর্মী আগুন নেভানোর চেষ্টা করেও পারছেন না আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যেও পানি ঢালা হচ্ছে রণতরীটিতে।

শিপইয়ার্ডে মেরামতের জন্য রাখা রিচার্ডে হঠাৎ করেই আগুন লেগে যায়। মেরামত হয়ে গেলে এফ-৩৫ জঙ্গিবিমান নিয়ে দক্ষিণ চীন সাগরে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই রণতরীটির।

এর আগে রবিবার সান ডিয়াগো শিপইয়ার্ডে ইউএসএস বনোহোম রিচার্ডে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুন লাগার ঐ ঘটনায় অন্তত ৬৩ জন আহত হয়েছে। প্রথমে সান ডিয়াগো শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাখা একটি ছোট জাহাজে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ইউএসএস বনোহোম রিচার্ডে। আগুন দ্রুতগতিতে জাহাজের টাওয়ারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় ইউএসএস বোনোহোম রিচার্ড জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে আগুন লাগার পর গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন