ভারতে অ্যালকোহল-ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজারের ওপর পণ্য ও সেবা খাতের মতোই ১৮ শতাংশ কর ধার্য থাকবে। দেশটির দ্য অথরিটি ফর অ্যাডভান্স রুলিং (এএআর) এ বিষয়টি জানিয়েছে। গোয়া-ভিত্তিক এএআর বেঞ্চ জানিয়েছে, শুধু জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল) থেকে কর অব্যাহতি পাওয়া জরুরি পণ্যসামগ্রীই এই আইনের আওতার বাইরে থাকবে।
স্প্রিংফিল্ড ইন্ডিয়া ডিস্টিলারিজ কোম্পানি তাদের উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার জিএসটির জরুরি পণ্য ও সেবা খাতের ক্যাটাগরিতে পড়ে কিনা, তা জানতে চেয়ে এএআর-এর কাছে রুলিংয়ের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতেই জানানো হয় তাদের হ্যান্ড স্যানিটাইজারের ওপর ধার্য করা হচ্ছে ১৮ শতাংশ কর।
রুলিংয়ে এএআর জানায়, সকল অ্যালকোহল-ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজারের ওপরই ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য করা হবে। অ্যালকোহল-ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি পণ্যের তালিকায় থাকলেও জিএসটির কর অব্যাহতি পাওয়া পণ্যের তালিকায় এটি নেই এবং এক্ষেত্রে জিএসটির আইনও ভিন্ন।
ইওয়াই (আর্নস্ট অ্যান্ড ইয়াং) ট্যাক্স পার্টনার অভিষেক জৈন বলেন, জিএসটি কর্তৃপক্ষ যে অবস্থান নিয়েছে, এই রুলিং তার সঙ্গে সঙ্গতিপূর্ণই। উৎপাদনের কাঁচামাল ও ব্যবহার ভেদের কারণেই হ্যান্ড স্যানিটাইজারের শ্রেণীবিন্যাস নিয়ে শুরু থেকেই বিতর্ক। তবে মহামারীর সময় এর গুরুত্ব আর বহু কাঁচামাল দিয়ে তৈরির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের উচিৎ সুস্পষ্টভাবে শ্রেণিবিন্যাস করে দেয়া, যাতে এ নিয়ে অনাকাঙ্ক্ষিত মামলা-মোকদ্দমা এড়ানো যায়।
আনন্দবাজার/ডব্লিউ এস