করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ এমন অভিযোগে ইসরায়েলের সাবেক রাজধানী তেল আবিবে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। সম্প্রতি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুত আর্থিক সহায়তা না পাওয়ারও অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, করোনার বর্তমান পরিস্থিতিতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়াতে চরম আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন তারা। আর্থিকভাবে অসচ্ছলদের সহায়তায় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তাদের।
জানা গেছে, ওই বিক্ষোভে অংশ নিয়েছে মূলত ছোট ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অভিনয় শিল্পীদের কয়েকটি সংগঠন। করোনাকালে সরকার প্রতিশ্রুতি দিলেও সেই আর্থিক সহায়তা তারা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
গত মার্চে করোনা সংক্রমণের শুরুতেই কঠোর লকডাউনে যায় ইসরায়েল। সম্প্রতি লকডাউন শিথিল করে দেশটি। আর ইতোমধ্যেই বেকারত্ব বেড়ে দাড়িয়েঁছে ২১ শতাংশ।
আনন্দবাজার/এইচ এস কে