ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে।রবিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রবিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে গিয়ে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ৯৪১ ও ১৩৬৫ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রবিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ৭৭টির এবং অপরির্বতিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ার।
এদিকে, রবিবার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০ পয়েন্টে দাঁড়ায়।
রবিবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে-এমএল ডায়িং, এনসিসি ব্যাংক, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, বিএসসিসিএল, ইন্দোবাংলা, সামিট পাওয়ার ও বেক্সিমকো।
এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫২৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের ঊর্ধ্বমুখী গতি দেখা যায়।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ২২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২১টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানি শেয়ারের দর।
আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন