সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, সরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক প্রধান শাবতাই শাবিত। তিনি বলেন, ইরান তার আণবিক কর্মসূচিকে সামনে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
জানা গেছে, গত জুন মাসে শাবিত ইসরাইলের দৈনিক পত্রিকা টাইমস অব ইসরাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তার এ সাক্ষাৎকার গতকাল বুধবার প্রকাশিত হয়েছে।
২০১৮ সালে তার গুপ্তচর প্রধান হেড অব মোসাদ নামে একটি বই প্রকাশ লিখেছিলেন, যে বইতেও তিনি এই কথা পরিষ্কার করে উল্লেখ করেছেন।
ওই সাক্ষাৎকারে টাইমস অব ইসরাইলের পক্ষ থেকে মোসাদের সাবেক প্রধানকে ইরানরে পরমাণু কর্মসূচি সম্পর্কে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন, সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে পরমাণু কর্মসূচির সিদ্ধান্ত থেকে ইরান সরবে না এবং তারা প্রতিশ্রুতি রক্ষা করবে।
ইরানের পরমাণু কর্মসূচি টিকিয়ে রাখা এবং তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ইরানের প্রত্যয় বলেও তিনি মন্তব্য করেন। তবে তিনি দাবি করেন ইরানের পরমাণু কর্মসূচির একটি সামরিক দিক আছে যা ইসরাইল এবং তার প্রধান মিত্র আমেরিকা কখনো বলতে ভোলেনি।
আনন্দবাজার/এইচ এস কে